চাকরির দাবিতে ৪৪ দিনের পদযাত্রা
ভারতীয় আধাসামরিক বাহিনীতে নিয়োগের দাবি তুলে কয়েকশ চাকরিপ্রার্থী দিল্লি যাওয়ার পথে। মহারাষ্ট্রের নাগপুর থেকে দিল্লির উদ্দেশে পদযাত্রা শুরু করে গতকাল শুক্রবার আগরায় পৌঁছান চাকরিপ্রার্থীরা। আগামী ২৫ জুলাই দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ সমাবেশে শামিল হওয়ার কথা তাঁদের।
চাকরিপ্রার্থীদের দাবি, ভারতীয় আধাসামরিক বাহিনীতে অনেকগুলো শূন্যপদ রয়েছে। এই আসনগুলোতে নিয়োগের জন্য সরকারের কাছে দাবি জানাতেই চাকরিপ্রার্থীদের এই দিল্লি অভিযান।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ‘সরকার বর্দি দে, ইয়া অর্থি’ (সরকার হয় চাকরি দাও, নয় মৃত্যু) বলে চিৎকার করতে করতে সকাল সাড়ে ৭টায় যাত্রা শুরুর ৪৪ দিনের মাথায় আগরা পৌঁছান তাঁরা। আগ্রায় পৌঁছনোর পর কংগ্রেস কর্মী এবং স্থানীয়রা তাঁদের ফুলের মালা দিয়ে স্বাগত জানান।