অনুমোদন পেল ১২,১৬৯ কোটি টাকার নতুন বিনিয়োগ
করোনা মহামারির কারণে অনেক দিন ধরে ঝুলে ছিল বেশ কয়েকটি বিনিয়োগ প্রস্তাব। গত সপ্তাহে তিনটি অর্থনৈতিক অঞ্চলে ২৮টি প্রতিষ্ঠানকে বিনিয়োগের অনুমতি দিয়েছে সরকার। এর জন্য ৩৬৪ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিক অঞ্চলে প্রাথমিকভাবে ১৩০ কোটি ডলার বিনিয়োগ করবে; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১২ হাজার ১৬৯ কোটি টাকা (প্রতি ডলার ৯৩.৬১ টাকা করে)।
২৮টি শিল্পপ্রতিষ্ঠানের কারখানার নির্মাণকাজ শেষ হলে সেখানে ৩৬ হাজার মানুষের কর্মসংস্থান হবে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) থেকে এসব তথ্য পাওয়া গেছে।
বেজার তথ্যে জানা যায়, সরকার এখন পর্যন্ত সারা দেশে ৯৭টি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দিয়েছে। আয়তনের দিক থেকে সবচেয়ে বড় হচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বঙ্গবন্ধু শিল্পনগর। ৩০ হাজার একর জায়গার ওপর প্রতিষ্ঠিত এ শিল্পনগরে নতুন করে দেশি–বিদেশি ১৫টি প্রতিষ্ঠানের বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ ছাড়া জামালপুর অর্থনৈতিক অঞ্চলে নতুন ছয়টি এবং কক্সবাজারের সাবরাং পর্যটনকেন্দ্রে সাতটি শিল্পপ্রতিষ্ঠানের বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এখন বেজা ২৮টি প্রতিষ্ঠানের সঙ্গে আলাদা করে জমি ইজারার চুক্তি করবে।