ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ
টেস্টে হয়েছে হোয়াইটওয়াশ। টি-টোয়েন্টিতে একটি ম্যাচ ভেসেছিল বৃষ্টিতে। বাকি দুটিতেও হেরেছিল বাংলাদেশ। টেস্ট এবং টি-টোয়েন্টির হতাশা নিমিশেই কাটিয়ে দিলো তামিম ইকবালের দল। ওয়ানডে ফরম্যাটে ফিরেই নিজেদের আসল রূপ চেনাতে পারলো ওয়েস্ট ইন্ডিজকে। এরই মধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে তামিম ইকবালের দল।
শেষ ম্যাচে ক্যারিবীয়দেরকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ হাতছানি দিয়ে ডাকছে। আজ জিততে পারলেই দারুণ এক সুখস্মৃতি নিয়ে দেশে ফিরে আসতে পারবে টাইগাররা। ওয়ানডে ফরম্যাটে সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে কতটা এগিয়ে বাংলাদেশ, তা বুঝতে একটি পরিসংখ্যানই যথেষ্ট।
২০১৮ সালের ডিসেম্বর থেকে শুরু করে এখনও পর্যন্ত টানা ১০টি ওয়ানডে ম্যাচে ক্যারিবীয়দের হারিয়েছে টাইগাররা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ তাই টানা পরাজয়ের রেকর্ডটি ভাঙতে চায়। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে কী পারবে তারা ঘুরে দাঁড়াতে? আপাতত সে লক্ষ্য নিয়েই আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ক্যারিবীয়রা।