সাইনুসাইটিসে আমাদের করণীয়

কালের কণ্ঠ প্রকাশিত: ১৬ জুলাই ২০২২, ১১:০৪

আমাদের মুখমণ্ডলের মধ্যে চার জোড়া বায়ু কুঠুরি বা সাইনাস থাকে। এই সাইনাসগুলো আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, যেমন—ফাঁকা জায়গা সৃষ্টির মাধ্যমে মাথার খুলির ওজন কমায়, শ্বাস নেওয়ার সময় নেওয়া পরিবেশে থাকা শুষ্ক ও ঠাণ্ডা বাতাসকে ফুসফুসের উপযোগী আর্দ্র ও গরম করা, আমাদের গলার স্বরের মাধুর্য বৃদ্ধি করা, মুখমণ্ডলের সৌন্দর্য বাড়ানো, মাথার মগজের অতিরিক্ত তাপ শোষণ এবং প্রতিরক্ষা করা, ঘ্রাণ শোষণের জায়গা বাড়ানো। এই সাইনাসগুলোর ভেতর থেকে পাতলা মিউকাস নিঃসরণ হয়। এই মিউকাস চিকন নল বা ছিদ্রের মাধ্যমে আমাদের নাকের ভেতর বেরিয়ে আসে এবং এর মাধ্যমে সাইনাসগুলো নিজেরা পরিষ্কার ও জীবাণুমুক্ত থেকে নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করে।


এই সাইনাসের ভেতর থাকা পাতলা মিউকাস আবরণটিতে যখন প্রদাহ হয় তখন এটিকে ‘সাইনুসাইটিস’ বলা হয়। এটি সাধারণত সাধারণ ঠাণ্ডা-সর্দি থেকে শুরু করে ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস সংক্রমণের মাধ্যমে হতে পারে। সাইনুসাইটিস কাদের হয়? সাইনুসাইটিস যেকোনো সময়, যেকোনো বয়সের মানুষের হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও