![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fukare-20220716103730.jpg)
ইউক্রেনের দিনিপ্রোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এখনও চলছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে থেমে থেমে হামলার খবর শোনা যাচ্ছে। সর্বশেষ শুক্রবার (১৫ জুলাই) ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর দিনিপ্রোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ভ্যালেন্টিন রেজিনচেঙ্কো ফেসবুকের মাধ্যমে আরও জানান, রকেটগুলো একটি শিল্প কারখানা ও এর পাশের একটি ব্যস্ত রাস্তায় আঘাত হানে। এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণ করা হচ্ছে বলেও জানান তিনি। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ক্যাস্পিয়ান সাগরের ওপর কৌশলগত বোমারু বিমান থেকে ছোঁড়া বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিনিপার নদীর তীরে অবস্থিত প্রধান শহর দিনিপ্রোতে স্থানীয় সময় রাত ১০টার দিকে আঘাত হানে। এর মধ্যে চারটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে। রাজধানী কিয়েভের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ভিন্নিৎসিয়াতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ২৩ জন নিহত ও ২০০ জনেরও বেশি আহত হওয়ার একদিন পরেই দিনিপ্রোতে হামলা চালানো হলো।