You have reached your daily news limit

Please log in to continue


শিগগিরই সংকট কাটা নিয়ে সংশয়

তুমুল বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগপত্র গ্রহণ করেছে পার্লামেন্ট। সেই সঙ্গে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

ইতিমধ্যে পার্লামেন্টের মহাসচিব ধামিকা দেশনায়েকে ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে বলে ঘোষণা করেছেন। আর এ দৌড়ে এগিয়ে আছেন রনিল বিক্রমাসিংহেই। তবে বিক্ষোভকারীরা তাঁকে মানছেন না। ফলে দেশটির রাজনৈতিক সংকট শিগগিরই কাটছে, নাকি তা আরও জোরালো হচ্ছে, সেটি এখনই স্পষ্ট নয়।


গতকাল শুক্রবার স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে এক ঘোষণায় বলেন, ‘শ্রীলঙ্কার সংবিধানের ৩৮.১(বি) ধারা অনুযায়ী আমি প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগপত্র গ্রহণ করেছি।’ ১৪ জুলাই ২০২২ থেকে এ পদত্যাগপত্র কার্যকর হবে। তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার সাংবিধানিক প্রক্রিয়া শুরু হবে। প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কার্যক্রম ও দায়িত্বগুলো পালন করবেন।

স্পিকারের এ ঘোষণার পর প্রধান বিচারপতি জয়ন্থা জয়াসুরিয়ার কাছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে। ব্যাপক জনবিক্ষোভের মুখে গোতাবায়া রাজাপক্ষে পালিয়ে যাওয়ার পর থেকেই কার্যত ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন ৭৩ বছর বয়সী রনিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন