মাহিন্দা ও বাসিল রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুগান্তর শ্রীলঙ্কা প্রকাশিত: ১৫ জুলাই ২০২২, ২২:২১

শ্রীলংকার সুপ্রিম কোর্ট শুক্রবার একটি অন্তবর্তীকালীন আদেশে বলেছেন, আদালতের অনুমতি ছাড়া আগামী ২৮ জুলাইয়ের আগে সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং তার ছেলে সাবেক মন্ত্রী বাসিল রাজাপাকসে দেশ ত্যাগ করতে পারবেন না। 


শ্রীলংকার অর্থনৈতিক দুরঅবস্থার জন্য দায়ী করে মাহিন্দা রাজাপাকসে, তার ছেলে বাসিল রাজাপাকসে, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডব্লিউডি লক্ষণ ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিবের বিরুদ্ধে পিটিশন দায়ের করেন শ্রীলংকার কয়েকজন বিশিষ্ট নাগরিক।


অভিযুক্ত কেউ যেন দেশ ছেড়ে যেতে না পারে, সুপ্রিম কোর্টের কাছে এ আবেদন জানান তারা।


তাদের পিটিশনের জবাবে এমন রায় দেন শ্রীলংকার সুপ্রিম কোর্টের পাঁচ সদস্য বিশিষ্ট একটি বেঞ্চ। এই বেঞ্চে ছিলেন দেশটির প্রধান বিচারপতি জয়ন্ত জয়াবর্ধনে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও