You have reached your daily news limit

Please log in to continue


ব্যাংকার তবারুক থেকে যেভাবে বাংলার মহানায়ক হয়ে উঠেন তিনি

বুলবুল আহমেদ। আমাদের দেশীয় চলচ্চিত্রের দেবদাস কিংবা মহানয়ক। বাংলা চলচ্চিত্রের সুদর্শন, সুশিক্ষিত, মার্জিত, রুচিশীল এই অভিনেতার ১২ তম মৃত্যুবার্ষিকী। ২০১০ সালের এই দিনে তিনি পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। 

মৃত্যুর ১২ বছর পর আজ বাংলার এই দেবদাস'খ্যাত অভিনেতাকে ক'জন মনে রেখেছেন? টিভিতে তার অভিনীত সিনেমা প্রদর্শন খবরের শিরোনাম ছাড়া খুব একটা তাকে স্মরণ করে না দিনটিতে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এফডিসিতেও নেই কোনো আয়োজন। 

বুলবুল আহমেদের জন্ম ৪ সেপ্টেম্বর ১৯৪১ সালে ঢাকায় হলেও পৈতৃক বাড়ি ছিল ভারতের মেদিনীপুরে। বাবা ছিলেন তৎকালীন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব এবং সংস্কৃতিমনা মানুষ। তিনি নাটক করতেন। বুলবুল আহমেদ ছিলেন ব্যাংক কর্মকর্তা তবারুক আহমেদ। আবদুল্লাহ ইউসুফের ইয়ে করে বিয়ে ছবিতে বুলবুল আহমেদ নাম দিয়ে চলচ্চিত্রে নায়ক হন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন