সৌদি আরবে আরও ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবে আরও চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন—মো. ফয়জুর রহমান (৫০), মো. শাহজাহান সিরাজ (৫৮), মো. আজিজুল হক (৬৫) ও মো. মুস্তাফিজুর রহমান (৬১)।
এ নিয়ে চলতি হজ মৌসুমে সৌদি আরবে ১৯ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ৫ জন নারী ও ১৪ জন পুরুষ।
ফয়জুর ও শাহজাহান গত ১৩ জুলাই এবং আজিজুল ও মোস্তাফিজুর ১৪ জুলাই মারা গেছেন বলে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত পোর্টালে জানানো হয়েছে।
পোর্টালের তথ্য অনুযায়ী, সিলেটের বিয়ানীবাজারের বাসিন্দা ফয়জুরের পাসপোর্ট নম্বর বিওয়াই ০৫৪৭৮৮৯ ও হজ আইডি ০৫৭৬০৩৩। চাঁপাইনবাবগঞ্জের নাচোলের বাসিন্দা শাহজাহানের পাসপোর্ট নম্বর ইজি ০৮০২১৮২ ও হজ আইডি নম্বর ০১২২০৫২। কুষ্টিয়ার দৌলতপুরের বাসিন্দা আজিজুলের পাসপোর্ট নম্বর ইই ০৫৬৭৪২৫ ও হজ আইডি নম্বর ১০৫৫০৭৫। টাঙ্গাইল সদরের বাসিন্দা মুস্তাফিজুরের পাসপোর্ট নম্বর এও ৩৪৯১২২৯ ও হজ আইডি নম্বর ১২৯৫০৯৮।