You have reached your daily news limit

Please log in to continue


ডিএসইতে লেনদেন কমে দেড় মাসের মধ্যে সর্বনিম্ন

দেশের শেয়ারবাজারে হঠাৎ লেনদেন কমে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে গতকাল বৃহস্পতিবার।

ডিএসইতে গতকাল লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৮১ কোটি টাকা। এর আগে সর্বশেষ গত ২৬ মে ডিএসইতে সর্বনিম্ন ৫৩৯ কোটি টাকার লেনদেন হয়।

হঠাৎ লেনদেন কমে যাওয়ার কারণ হিসেবে বিভিন্ন পর্যায়ের বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, ঈদের ছুটি কাটিয়ে সাধারণ বিনিয়োগকারীদের বড় অংশ এখনো বাজারে সক্রিয় হয়নি।

আবার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটি অংশও নানা কারণে বিনিয়োগ না করে বাজার পর্যবেক্ষণ করছে। এসব কারণে ঈদের পর থেকে বাজারের গতি কম।


নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীরা বলেন, শেয়ারবাজারে শীর্ষ লেনদেনকারী কয়েকটি ব্রোকারেজ হাউসের শীর্ষ কর্মকর্তারা ছুটিতে আছেন। সে জন্য ওই সব ব্রোকারেজ হাউস বিনিয়োগে তেমন একটা সক্রিয় নেই। এ ছাড়া ঈদের ছুটির পর বাজারে দরপতন ঘটতে থাকায় সাধারণ বিনিয়োগকারীরাও নতুন করে বিনিয়োগ করছেন না। এতে লেনদেনে নেতিবাচক প্রভাব পড়ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন