কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৩০ বছরের সিনেমা–ভ্রমণে আপ্লুত

প্রথম আলো মুম্বাই প্রকাশিত: ১৫ জুলাই ২০২২, ১৩:২৯

‘বেখুদি’ দিয়ে অভিনয়জীবন শুরু করেছিলেন কাজল। ১৯৯২ সালের ৩১ জুলাই মুক্তি পায় ছবিটি। দেখতে দেখতে বলিউডে ৩০টি বছর কাটিয়ে ফেললেন তিনি। সম্প্রতি নিজের এই চমকপ্রদ সফর নিয়ে কথা বলেছেন কাজল। অভিনেত্রীকে শেষ রুপালি পর্দায় দেখা গেছে ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ছবিতে। এই বলিউড নায়িকা রীতিমতো বিস্মিত তাঁর তিন দশকের দীর্ঘ সিনেমা–ভ্রমণকে ঘিরে। এ প্রসঙ্গে কাজল বলেন, ‘বিশ্বাসই হচ্ছে না ৩০ বছর পার করে ফেলেছি। কীভাবে এতগুলো বছর কাটিয়ে দিলাম। নিজের এই ভ্রমণ নিয়ে আমি আপ্লুত। মনে হচ্ছে যেন এই গতকালই কাজ শুরু করেছি। নিজের বাচ্চাদের দিকে তাকালে মনে হয়, সত্যি অনেকগুলো বছর পার করে ফেলেছি। বাচ্চারা যখন বড় হয়ে গেছে, তখন সময় তো নিশ্চয় পার হয়ে গেছে।’


তিন দশক পূর্তির বিশেষ উপলক্ষে এই অভিনেত্রী কৃতজ্ঞতা জানান তাঁর সিনেমার চিত্রনাট্যকার ও পরিচালকদের প্রতি, ‘আমি কৃতজ্ঞ, যাঁরা আমাকে দুর্দান্ত সব চিত্রনাট্য আর চরিত্রে কাজ করার সুযোগ দিয়েছেন। পরিচালক আব্বাস-মস্তান থেকে করণ জোহর, আদি (আদিত্য চোপড়া) থেকে অজয় (দেবগন)—সবাই আমাকে সুযোগ দিয়েছেন। অজয় তখন অবশ্য আমার স্বামী ছিল না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও