You have reached your daily news limit

Please log in to continue


এরশাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলে বিদিশা

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাইকোর্ট মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিলে অংশ নিয়েছেন ‘জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) হাইকোর্ট মাজার প্রাঙ্গণে দোয়া ও মোনাজাতের পর বিদিশা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় এরশাদপুত্র এরিক এরশাদও উপস্থিত ছিলেন।


বিদিশা সাংবাদিকদের বলেন, ‘আমরা এরশাদ সাহেবের পরিবার এক আছি। যারা দলকে ভাঙার চেষ্টা করছে, তারা এরশাদ সাহেব বেঁচে থাকতেও ভাঙার চেষ্টায় ছিলেন। আমরা সারাদেশে গণসংযোগ করছি, জাতীয় পার্টিকে পুনর্গঠিত করার চেষ্টা করছি।’


পরে দুস্থদের মাঝে বিরিয়ানি বিতরণ করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন