দ্বিতীয় বা তৃতীয়বারের করোনাও বিপদ ডেকে আনতে পারে
করোনার মহামারির লম্বা সময় পেরিয়ে দু’বার, তিনবার বা চারবার করোনায় আক্রান্ত হওয়া এখন আর মানুষের কাছে নতুন কোনো ঘটনা নয়। ওমিক্রন ও এর সাবভ্যারিয়েন্টগুলো অনেক বেশি সংক্রামক। করোনার টিকা নেওয়া থাকুক বা আগে করোনা আক্রান্ত হয়ে থাকলেও এগুলোতে আবারও আক্রান্ত হচ্ছে মানুষ। দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি যে, বার বার করোনায় আক্রান্ত হওয়াটা আমাদের জীবনের একটা অংশে পরিণত হয়ে গেছে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, বর্তমানে যুক্তরাষ্ট্রে বেশিরভাগ সংক্রমণের জন্য দায়ী BA.5 সাব্যভারিয়েন্ট একবার সংক্রমণের কয়েকদিনের মধ্যে আবারও সংক্রমিত করতে পারে। ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট BA.2.75 নিয়েও একই আশঙ্কা বিজ্ঞানীদের। এটিই এখন বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়াচ্ছে। তবে যুক্তরাষ্ট্রে এটি এখনও খুব বেশি সংক্রমণ ঘটাচ্ছে না।
সাধারণভাবে বলা হচ্ছে, আপনার শরীর যদি একবার করোনায় আক্রান্ত হয়ে থাকে, তবে দ্বিতীয়বার আক্রান্ত হলে শরীর ভাইরাসের বিরুদ্ধে আগের চেয়ে ভালোভাবে লড়বে। অর্থাৎ পরের দফায় আক্রান্ত হলে রোগের তীব্রতা কম থাকবে।
একবার আক্রান্ত হলে বা টিকা নেওয়ার পর ভাইরাসের বিরুদ্ধে একটা প্রতিরোধী ক্ষমতা তৈরি হয় শরীরে। একজন বিশেষজ্ঞ বলছেন, এই ক্ষমতা মৃত্যুর বা গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা অবশ্যই কমিয়ে আনতে পারে।