কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দাম

লেনদেনের শেষ আধা ঘণ্টা সূচক উত্থানের বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে দেশের পুঁজিবাজার। তবে  ব্যাংক-বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। অধিকাংশ শেয়ারের দাম কমায় সূচক ও লেনদেন দুটোই কমেছে। এর ফলে ঈদ পরবর্তী টানা তিন কর্মদিবসই পুঁজিবাজারে দরপতন হলো।

বৃহস্পতিবার (১৪ জুলাই) শেয়ার বিক্রির চাপের মধ্যদিয়ে দিনের লেনদেন শুরু হয়। ফলে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন হয় সূচকের নিম্নমুখী প্রবণতায়। তবে দিনের শেষ আধা ঘণ্টায় লেনদেন হয়েছে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়। এদিন ডিএসইতে ৩৮২টি প্রতিষ্ঠানের ১৪ কোটি ৩৮ লাখ ১৩ হাজার ৩টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এর মধ্যে ১২৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৯৮টির, আর অপরিবর্তিত রয়েছে ৫৫টির দাম।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে দশমিক ৩০ পয়েন্ট কমে ৬ হাজার ৩২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে  দশমিক ৩৬ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে দশমিক ৯০ পয়েন্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন