কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ধানের অবৈধ মজুত সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন কৃষি মন্ত্রণালয় প্রকাশিত: ১৪ জুলাই ২০২২, ১৪:৪৬

দেশে ধানের অবৈধ মজুত সন্ধানে অভিযান থেমে যায়নি বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সেই সঙ্গে চাল আমদানির ফলে দেশীয় কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও নেই বলে জানান তিনি।


বৃহস্পতিবার (১৪ জুলাই) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) প্রকল্পের আওতায় কৃষির উৎপাদন সম্প্রসারণ বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।


বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম। এসময় এসিআই, প্রাণ-আরএফএল, স্কয়ারসহ দেশের কৃষিপণ্য বিপণনকারী শীর্ষ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।


চাল আমদানির ফলে দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বাজার স্থিতিশীল রাখতেই সরকার চাল আমদানির অনুমতি দিয়েছে। আমাদের কাঙ্ক্ষিত একটি টার্গেট আছে; যা প্রকাশ করা হবে না। কাঙ্ক্ষিত সেই পরিমাণ চাল দেশে এসে গেলে আমদানি বন্ধ করে দেওয়া হবে। কাজেই চাল আমদানিতে দেশীয় কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও