You have reached your daily news limit

Please log in to continue


Mango Dishes: আম দিয়ে তৈরি ৫ খাবার: টিকবে প্রায় এক বছর

ফলের রাজা কি না, তা নিয়ে বিতর্ক চলতে পারে, তবে আম যে আম বাঙালির সবচেয়ে পছন্দের ফলগুলির মধ্যে অন্যতম তা নিয়ে কোনও বিতর্ক নেই। কিন্তু মরসুম পেরিয়ে গেলে আমপ্রেমীদের হাত কামড়ানো ছাড়া অধিকাংশ সময়েই কোনও উপায় থাকে না। তাই যাঁরা আমভক্ত, তাঁদের জন্য রইল আমের এমন কিছু পদের হদিস যা থেকে যাবে গোটা বছরই।

১। আমসত্ত্ব

ব্লেন্ডারে কয়েক টুকরো আম ও পরিমাণ মতো নুন-চিনি মিশয়ে এক বার ঘুরিয়ে নিন। তার পর, লেগে থাকবে না এমন কাগজের উপর মিশ্রণটি ছড়িয়ে দিন পাতলা করে। শুকিয়ে নিলেই তৈরি আমের পাঁপড়।

২। কাঁচা আমের জ্যাম

কাঁচা আমের জ্যাম বানাতে কাঁচা আম সেদ্ধ করে, সেই সেদ্ধ করা শাঁস, গুড় ও ভাজা মশলা মিশিয়ে নিন। অল্প ভাজা জিরে ও লঙ্কাগুঁড়োও মিশিয়ে নিতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন