গাড়ি কেনায় ৫ ভুল নয়

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৪ জুলাই ২০২২, ১১:৫৯

গাড়ি এখন শুধু বিলাসিতা বা শৌখিনতার জন্যই মানুষ কেনে না। যে কারণেই গাড়ি কিনুন না কেন, কেনার আগে পাঁচটি বিষয় বিবেচনায় রাখুন।



১. না বুঝেই লোন নেওয়া
অনেকে নতুন গাড়ি কেনার সময় ব্যাংক থেকে লোন নেন। আমাদের দেশে বর্তমানে সব ব্যাংকই শর্ত সাপেক্ষে গাড়ি কেনার লোন দেয়। ব্যাংকের বাইরেও বেশ কিছু প্রতিষ্ঠান আছে, যারা গাড়ি কেনার লোন দেয়। গাড়ি কেনার জন্য লোন নেওয়ার আগে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের শর্তগুলো ভালো করে জেনে নিতে হবে। নইলে পরে লোনের টাকা পরিশোধ-সংক্রান্ত সমস্যা থেকে শুরু করে অনেক সমস্যা দেখা দিতে পারে। এমনকি লোনের টাকা পরিশোধ করতে না পারলে আপনাকে গাড়িটাও হারাতে হতে পারে। আরেকটি বিষয়, সামর্থ্যের বাইরে কখনো লোন নিতে যাবেন না। যেটুকু লোন আপনি নিয়ে পরিশোধ করার ক্ষমতা রাখেন, সেই পরিমাণ লোনই নিন।



২. রিসেল ভ্যালু যাচাই না করা
অনেকেই আছেন বিনিয়োগ হিসেবে জমি বা বাড়ি কেনেন। আগেই বলে রাখি, ভবিষ্যতে বিক্রি করার চিন্তা করে যদি গাড়ি কেনেন, সে ক্ষেত্রে অবশ্যই জেনে নিতে হবে যে গাড়ি কিনছেন, সেই গাড়ির রিসেল ভ্যালু আছে কি না। যদি রিসেল ভ্যালু না থাকে, সে ক্ষেত্রে পরে গাড়ি বিক্রি করতে চাইলে ভালো দাম পাবেন না। কোনো কোনো সময়ে আর্থিক ক্ষতি করেও গাড়ি বিক্রি করতে বাধ্য হতে হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও