জার্নি মগ সমাচার
ভ্রমণ সহজ করার জন্য এখন অনেক ধরনের গ্যাজেট পাওয়া যায়। ঘুরতে যেখানেই যান না কেন সেগুলো আপনার বিভিন্ন কাজে লাগবে। তেমনি একটি স্মার্ট গ্যাজেট জার্নি মগ। এটি একান্তই আপনার জিনিস। ফলে যেকোনো জায়গায় পানি বা চা-কফি কিংবা অন্য কোনো তরল খাবারের জন্য আর সমস্যায় পড়তে হবে না।
যেসব সুবিধা পাবেন
পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পারবেন
নিজের মগে নিজেই গরম পানি, কফি বা চা পান করবেন। বাইরের অস্বাস্থ্যকর, ময়লা কাপে পেটের অসুখ বা নানা সমস্যায় পড়তে হবে না। আবার জার্নি মগ থেকে ঝাঁকুনির কারণে কফি বা চা গায়ে পড়ে যাওয়ার ভয় নেই। চলতি পথে যাতে আপনার প্রিয় পানীয় পড়ে না যায়, এই মগগুলোর ঢাকনা সেভাবেই বানানো হয়।
চা/কফি গরম বা ঠান্ডা থাকবে
যেকোনো ঋতুর ভ্রমণে ক্লান্তি দূর করতে গরম ধোঁয়া ওঠা চা-কফির বিকল্প নেই। আবার খুব গরমে আরাম দেবে কোল্ড কফি বা যেকোনো ঠান্ডা পানীয়। প্লাস্টিক, স্টাইরোফোম বা কার্ডবোর্ড কাপের কোনোটিই এসবে তেমন ভালো কাজ করে না। কিন্তু দ্বিস্তরবিশিষ্ট স্টেইনলেস স্টিলের কফি মাগ থার্মোস ঘণ্টার পর ঘণ্টা আপনার চা বা কফি গরম কিংবা ঠান্ডা রাখবে।
- ট্যাগ:
- লাইফ
- স্টার্টআপ জার্নি
- কফি মগ সাজানো