![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-07%252Faaa54b29-80d5-4d5f-b24e-d797d235d4ec%252Fiphone__reuters.jpg%3Frect%3D0%252C0%252C266%252C177%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D128%26dpr%3D1.0)
শনাক্তের পরও অ্যাপ স্টোরে রয়ে গেছে ক্ষতিকর অ্যাপ
প্রথম আলো
প্রকাশিত: ১৪ জুলাই ২০২২, ০৮:৩২
অ্যাপের মাধ্যমে প্রতারণাসহ বিভিন্ন অপরাধ করে থাকে হ্যাকাররা। গত বছর অ্যাপলের অ্যাপ স্টোরে এমনই ক্ষতিকর ১৩৩টি অ্যাপের সন্ধান পেয়েছিল অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান অ্যাভাস্ট। বিষয়টি অ্যাপলকে জানানো হলেও এখনো ৮৪টি অ্যাপ অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে।
অ্যাপ স্টোরে থাকা ক্ষতিকর অ্যাপের তালিকায় ছবি ও ভিডিও সম্পাদনার অ্যাপের পাশাপাশি রাশিফল, ফোন ক্লিনার, ওয়ালপেপার ও ভুয়া অ্যান্টিভাইরাস অ্যাপ রয়েছে। সহজলভ্য হওয়ায় এখনো ক্ষতিকর অ্যাপগুলো নিয়মিত ডাউনলোড করছেন আইফোন ব্যবহারকারীরা। ফলে নিজেদের অজান্তেই আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাঁরা।
ম্যালওয়্যার না থাকলেও অ্যাপগুলো ব্যবহারকারীদের অজান্তেই অর্থের বিনিময়ে বিভিন্ন সেবা ব্যবহারের নিবন্ধন করে থাকে। এমনকি সেবাটি ব্যবহারের জন্য অর্থও পরিশোধ করে। ফলে বাড়তি অর্থ গুনতে হয় আইফোন ব্যবহারকারীদের।
- ট্যাগ:
- প্রযুক্তি
- অ্যাপ স্টোর
- অ্যাপ ব্যবহার