আরও এক দফা বাড়ল ডলারের দাম

www.tbsnews.net প্রকাশিত: ১৩ জুলাই ২০২২, ১৯:৪৮

টাকার মান আরও কমলো। ডলারের আন্তঃবাজার বিনিময় হার আজ ৫০ পয়সা বেড়ে হয়েছে ৯৩.৯৫ টাকা।


কেন্দ্রীয় ব্যাংক বুধবার নতুন হারে অন্যান্য ব্যাংকের কাছে ৯৭ মিলিয়ন ডলার বিক্রি করেছে। মঙ্গলবার ডলারের মূল্য ছিল ৯৩.৪৫ টাকা।


বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম ডলারের মূল্যবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের কাছে ৯৩ টাকা ৯৫ পয়সায় ডলার বিক্রি করেছে।



এদিকে গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) দুই বছরের মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ ৩৯.৭৭ বিলিয়ন ডলারে নেমে আসে।


গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড ৪৬.১৫ বিলিয়ন ডলারে পৌঁছে।


কিন্তু আমদানি ব্যয় বৃদ্ধি ও অভ্যন্তরীণ রেমিট্যান্স হ্রাসের কারণে গত কয়েক মাস ধরে চাপের মধ্যে রয়েছে রিজার্ভ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও