কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঈদের পর পতনের ধারায় পুঁজিবাজার

ঢাকা পোষ্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশিত: ১৩ জুলাই ২০২২, ১৬:৪২

ঈদুল আজহার পর দরপতনের ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। বিক্রেতার তুলনায় ক্রেতা কম থাকায় ঈদ পরবর্তী দ্বিতীয় কর্মদিবস বুধবারও (১৩ জুলাই) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে।


এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৭২ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। ফলে ঈদ পরবর্তী মঙ্গল ও বুধবার টানা দুদিন দরপতন হলো।



বুধবার ডিএসইতে ৩৮১টি প্রতিষ্ঠানের ১৮ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ৬৫৪টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এর মধ্যে ১২৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৪টির দাম।


অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩০ দশমিক ৬৭ পয়েন্ট কমে ৬ হাজার ৩২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ৭ দশমিক ৯০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ১১ পয়েন্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও