সাড়ে চার মাস পর রংপুরে করোনায় একজনের মৃত্যু

প্রথম আলো রংপুর জেলা প্রকাশিত: ১৩ জুলাই ২০২২, ১৬:০৩

রংপুরে প্রায় সাড়ে চার মাস পর করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৭৬ জনের নমুনা পরীক্ষায় বিভাগে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।


এর আগে বিভাগে সর্বশেষ করোনায় দুজনের মৃত্যু হয় চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি। দুজনই ছিলেন রংপুর জেলার বাসিন্দা।


আজ বুধবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন করে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রংপুরে ৮ জন, নীলফামারীতে ১৩, ঠাকুরগাঁওয়ে ৪, দিনাজপুরে ২ ও ৪ জন গাইবান্ধার বাসিন্দা। শনাক্তের হার ১৭ দশমিক ৬১।


রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ আবারও শুরু হয়েছে। জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও