সহমতের কালে সাংবাদিকতা কেমন চলে?

www.ajkerpatrika.com অর্ণব সান্যাল প্রকাশিত: ১৩ জুলাই ২০২২, ০৯:১৩

সাংবাদিকতার কাজ হচ্ছে নির্মোহ ভঙ্গিতে নির্মম সত্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। অথচ এ দেশে সেই নির্মোহ দৃষ্টিভঙ্গি মোহাবিষ্ট হয়ে পড়ছে দিনকে দিন। নির্মম সত্যও কি আর সংবাদমাধ্যমগুলো পরিবেশন করতে পারছে? যদি পারতই, তবে কি আর হাত-পা বেঁধে কুমিরপুষ্ট প্রমত্তা নদীতে সাঁতার কাটার মতো অবস্থা সৃষ্টি হতো নাকি! 


হাত-পা বেঁধে কুমিরের সহযাত্রী হয়ে নদীতে সাঁতার কাটার প্রধানতম বৈশিষ্ট্য হলো–কুমিরের উদরপূর্তির উপলক্ষ হতে না চাইলে কুমিরের কথায় সহমত প্রকাশ করতে হয়। আমাদের দেশে বর্তমানে সর্বক্ষেত্রে সেই সহমতের সংস্কৃতি প্রবলভাবেই আছে, আছে সাংবাদিকতাতেও। ফলে নির্মোহভাবে সমালোচনা করাকেও এখন আনুষ্ঠানিকভাবে বিরোধিতার কাতারে ফেলে দেওয়া হয় নির্দ্বিধায়। আর এর পরই কুমির আসে কামড়াতে!  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও