শ্রীলঙ্কা-ব্রিটেন-জাপান পরিস্থিতির কী প্রভাব পড়বে উপমহাদেশে
১৯৪৮ সালে স্বাধীনতা পাওয়ার পর এই প্রথম এমন ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার ভাঁড়ার একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। দেশে খাবার নেই, জ্বালানি নেই। নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে ওষুধপত্র—সবই অগ্নিমূল্য।
নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিস্থিতির আশু উন্নতির কোনো আশা দেখাতে পারেনি সেখানকার সরকার। এ বছর মার্চ মাসে যখন এ অবস্থা শুরু হয়েছিল, তখন থেকেই রাজাপক্ষের ভাইদের পদত্যাগ দাবি করে চলেছে সাধারণ মানুষ।
গোতাবায়ার ভাই মাহিন্দা রাজাপক্ষে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেও গোতাবায়া কিন্তু প্রেসিডেন্টের কুর্সি ছাড়ার কোনো ধরনের আগ্রহ দেখাননি। সেই পরিস্থিতিতে প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জোরদার করতে কলম্বোতে সম্মিলিত প্রতিবাদ কেমন হয়, সেটি সারা পৃথিবীর মানুষ চোখের সামনে দেখল। এ এক ভয়াবহ পরিস্থিতি।