প্রাইম-ডেতে ট্যাবলেট পিসির দাম কমাল অ্যামাজন
সাশ্রয়ী দামে ক্রেতাদের ট্যাবলেট কেনার সুযোগ দিচ্ছে অ্যামাজন। প্রাইম-ডে উপলক্ষে ফায়ার এইচডি ১০ ও ফায়ার এইচডি ৮ ট্যাবলেট কম দামে পাওয়া যাচ্ছে। এ দুটি ট্যাবলেটের দাম কমিয়ে যথাক্রমে ৭৫ ও ৪৫ মার্কিন ডলার করা হয়েছে। খবর এনগ্যাজেট।
২০১৯ সালে প্রাইম-ডেতে দাম কমার পর ৩০ মার্কিন ডলারে পাওয়া গিয়েছিল ফায়ার ৭ ট্যাবলেট। অ্যামাজন প্রাইম-ডেতে সব ধরনের কিডস প্রো ভার্সনের পণ্যগুলোও স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে। ৫০ মার্কিন ডলারের মধ্যে যে কেউ এগুলো সংগ্রহ করতে পারবে।
অ্যামাজন ট্যাবলেটগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ফায়ার এইচডি ১০। এ ট্যাবলেটের আকর্ষণীয় বেশকিছু বৈশিষ্ট্য রয়েছে। যার মধ্যে ২.০ গিগাহার্টজ অক্টা-কোর প্রসেসর, তিন গিগাবাইট র্যাম ও এটিতে কমপক্ষে ৩২ গিগাবাইট মেমোরি রয়েছে। এ ট্যাবলেটের ১০.১ ইঞ্চি ডিসপ্লে সুবিধা রয়েছে। পাশাপাশি রয়েছে ডলবি অ্যাটমোস সাপোর্টযোগ্য ও ইউএসবি-সি পোর্ট চার্জিং ব্যবস্থা।
- ট্যাগ:
- প্রযুক্তি
- অ্যামাজন
- অ্যামাজন ডট কম
- অ্যামাজন