কুইক রেন্টাল, পাতালরেল আর ‘বিপর্যয়কেন্দ্রিক পুঁজিবাদ’
বিখ্যাত মনোবিজ্ঞানী ডোনাল্ড ইউইন ক্যামেরন একটি কুখ্যাত পরীক্ষা করেছিলেন ১৯৬০–এর দশকে। কিছু মানুষের মগজে অনেক কম বিরতিতে খুব শক্ত ইলেকট্রিক শক আর কিছু ড্রাগ (বিশেষ করে এলএসডি এবং কিউরারে) দিয়ে দিনের পর দিন একটানা কোমার মতো পরিস্থিতি তৈরি করে মানুষের মগজ থেকে স্মৃতি মুছে ফেলার পরীক্ষা-নিরীক্ষা করছিলেন তিনি। ক্যামেরনের হাইপোথিসিস ছিল, সিজোফ্রেনিয়াসহ বড় বড় মানসিক রোগের ক্ষেত্রে মগজকে খালি করে ফেলার এই পদ্ধতি অবলম্বন করলে মানুষের অতীত অভিজ্ঞতা মুছে যাওয়ার ফলে সব মানসিক রোগ থেকে মুক্ত হবে। পরে সেখানে নতুন করে আবার সবকিছু ঢোকানো যাবে।
ক্যামেরনের এই বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে পরে যুক্ত হয় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। ক্যামেরনের কাছে তারা মানসিক নির্যাতনের একটা পদ্ধতি চেয়েছিল, যেটার মাধ্যমে যে কারও মানসিক শক্তি পুরোপুরি ভেঙে দেওয়া যায়। তেমন মানসিক অত্যাচারের পর যেন কোনো ব্যক্তি যেকোনো ক্ষেত্রে সিআইএর সঙ্গে পূর্ণমাত্রায় সহযোগিতা করে। মনোবিজ্ঞানী ক্যামেরনের পরীক্ষা-নিরীক্ষা নিয়ে ফিরে আসব কলামের পরের দিকে।