সেলফি তুলতে গিয়ে পড়লেন আগ্নেয়গিরির গর্তে

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১২ জুলাই ২০২২, ২০:২৪

পর্বতে ওঠার পর সেলফি তুলছিলেন ২৩ বয়র বয়সী এক মার্কিন পর্যটক। হঠাৎই হাত থেকে ফোনটি পড়ে যায়। সেটি তোলার জন্য এগিয়ে গেলে ভারসাম্য রাখতে পারেননি। পড়ে যান আগ্নেয়গিরির গর্তে। ইতালির ক্যাম্পানিয়ার নেপলস উপসাগরে অবস্থিত মাউন্ট ভিসুভিয়াস পর্বত এলাকায় এ ঘটনা ঘটে। তবে প্রাণে বেঁচে যাওয়া ওই যুবক কিছুটা আহত হন। তার হাত ও পিঠে আঘাত লাগে।


খবর দ্য গার্ডিয়ানের। জানা গেছে, মার্কিন ওই পর্যটক ও তার পরিবার মাউন্ট ভিসুভিয়াসের বাঁক পেরিয়ে সীমার বাইরের পথ ধরে এগিয়ে উপরের দিকে উঠে যায়। তারা নেপলসের ওপর আগ্নেয়গিরির ১ হাজার ২৮১ মিটার উপড়ে চূড়ায় পৌঁছে যান। এর কিছুক্ষণ পরই ঘটনাটি ঘটে। ওই পর্যটককে উদ্ধারে তাৎক্ষণিক কাজ শুরু করে ভিসুভিয়াসের গাইডরা। পুলিশ ঘটনাস্থলে যায়। পর্যটককে উদ্ধারের জন্য হেলিকপ্টারও আনা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও