![](https://media.priyo.com/img/500x/https://www.tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/07/12/pranay_verma_0.png?itok=fE_01fdY×tamp=1657630042)
ঢাকায় পরবর্তী ভারতীয় হাইকমিশনার হচ্ছেন প্রণয় ভার্মা
ঢাকায় পরবর্তী ভারতীয় হাইকমিশনার হবেন প্রণয় কুমার ভার্মা। বর্তমানে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। উইওনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ভারতের পারমাণবিক কূটনীতির তত্ত্বাবধানকারী পরমাণু শক্তি বিভাগে এক্সটারনাল রিলেশনের মহাপরিচালকও ছিলেন।
ঢাকায় নিযুক্ত বর্তমান ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীকে লন্ডনে নিয়োগ দেওয়া হবে।