ঈদযাত্রায় যানজট ‘ব্যবস্থাপনার ত্রুটিতে’: কাদের
ঈদের ছুটি শেষে মঙ্গলবার অফিস খোলার প্রথম দিন সচিবালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।
এবারের কোরবানির ঈদের ছুটি শুরুর আগে শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার। সেদিনই বিকাল থেকে ঘরমুখো মানুষের ঢল নামে বিভিন্ন মহাসড়কে। বিশেষ করে টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু হয়ে রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন গন্তব্যে যেতে যানজটে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।
প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা যানজট ছাড়াও যানবাহন না পাওয়ার ভোগান্তিও ছিল। কেউ কেউ গরুর ট্রাকের ফিরতি যাত্রায় বাড়ি গেছেন।
ওবায়দুল কাদের বলেন, “এ বছর ঈদে মানুষ ভালোভাবে গ্রামে গিয়ে ঈদ উদযাপন করেছেন। পদ্মাসেতুর কারণে এই যাতায়াত আরো সুন্দর হয়েছে। যতটুকু যানজট হয়েছে সড়কের জন্য নয়, ব্যবস্থাপনা ত্রুটির কারণে হয়েছে।”