You have reached your daily news limit

Please log in to continue


রণবীরের ব্রাশ দিয়ে দাঁত মাজেন আলিয়া!

বিয়ের মাত্র আড়াই মাসে আলিয়া ভাট জানিয়ে দিয়েছেন, বাবা হচ্ছেন রণবীর কাপুর। সন্তানসম্ভবা আলিয়ার এই খবরে গেল মাসে শুভকামনার হিড়িক লেগেছিল অন্তর্জালে। এখনও এ চিত্রনায়িকা রয়েছেন নেটজনতার চর্চায়।

সবাই জানেন, চ্যাট শো ‘কফি উইথ করণ’ মানেই সেলেবদের অন্দরের খবর ফাঁস, মজার মজার ব্যক্তিগত তথ্য প্রকাশ। আর সেসব নিয়েও চর্চা চলে অন্তর্জালে। এবারও তাই হলো।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউয়ের খবর, ‘কফি উইথ করণ’-এর মঞ্চে হাজির হয়ে শোরগোল ফেলেছেন রণবীরের স্ত্রী আলিয়া ভাট। এই টক শো-র প্রথম পর্ব সুপারহিট।

কফি বিঙ্গো পর্বে দাম্পত্য জীবনের শুরুর দিকের একটি মজার ঘটনা শেয়ার করেছেন আলিয়া ভাট। তিনি বলেন, ‘আমি আসলে ভুল করে রণবীরের ব্রাশটা ব্যবহার করে ফেলতাম সব সময়। আমি কনফিউজ হয়ে যেতাম, যেহেতু দুটো ব্রাশ একই রকম দেখতে ছিল।’

এরপর করণ জোহর প্রশ্ন করেন, এতে কী প্রতিক্রিয়া ছিল রণবীর কাপুরের, ও খুশি ছিল? আলিয়া বলেন, ‘একদম নয়। ও বলত, আলিয়া তুমি আমার টুথব্রাশ ব্যবহার করা তাড়াতাড়ি বন্ধ করো।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন