আট বছরের বালককে গিলে খেল কুমির! তার পর?

আনন্দবাজার (ভারত) মধ্যপ্রদেশ প্রকাশিত: ১২ জুলাই ২০২২, ০৯:৩৮

নদীতে স্নান করতে নেমেছিল আট বছরের এক বালক। বিশালাকার এক কুমির টেনে নিয়ে গেল বালককে। তার পর গিলে খেল। মধ্যপ্রদেশের শেওপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।


জানা গিয়েছে, সোমবার সকালে চম্বল নদীতে স্নান করতে নামে বালকটি। সে সময়ই বালকটিকে টেনে নিয়ে গিয়ে গিলে খায় কুমির। এই দৃশ্য দেখা মাত্রই বালকটির পরিবারকে খবর দেন স্থানীয়রা। লাঠি, দড়ি, জাল দিয়ে কুমিরটি ধরেন তাঁরা। তার পর টেনে হিঁচড়ে কুমিরটিকে ডাঙায় নিয়ে আসেন।


কুমিরের পেট থেকে বালকটিকে বের করতে হবে — এই দাবি জানান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের আধিকারিক ও পুলিশ কর্মীরা। গ্রামবাসীরা তখন কুমিরটিকে ঘিরে রয়েছেন। তাঁদের হাত খেকে কুমিরটিকে উদ্ধারের চেষ্টা করেন পুলিশ ও বন দফতরের আধিকারিকরা।


পরিবারের দাবি, কুমিরের পেট থেকে বালকটিকে বের করা গেলে, সে বেঁচে যেত। যত ক্ষণ না কুমিরের পেট থেকে বালকটিকে বের করা হচ্ছে, তত ক্ষণ তাঁরা কুমিরটিকে ছাড়বেন না বলে দাবি জানান

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও