ভোলায় আগুনে পুড়ে গেল ১২ দোকান

কালের কণ্ঠ মনপুরা প্রকাশিত: ১২ জুলাই ২০২২, ০০:২৩

ভোলার মনপুরা উপজেলায় আগুন লেগে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১১ জুলাই) বিকেলে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিনের আনন্দ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরের দিকে প্রতিদিনের মতো বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। বিকেলের দিকে বাজারের মো. রাকিবের চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।


পরে খবর পেয়ে মনপুরা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাজারের ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ১২টি দোকানের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান বাজারের ব্যবসায়ীরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


ভোলা জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও