You have reached your daily news limit

Please log in to continue


ইউনাইটেডের দীর্ঘশ্বাস পগবা ‘ভালোবাসার টানে’ আবার জুভেন্টাসেই

‘সবাই ভালোবাসা চায়। নিজের আত্মার তৃপ্তির জন্যও এটা দরকার।’ মাসখানেক আগে কথাগুলো বলেছিলেন পল পগবা। প্রশ্ন ছিল তাঁর ভবিষ্যৎ ক্লাব নিয়ে। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষে যে ক্লাব ছাড়ছেন, সেটি তো নিশ্চিতই ছিল। তবে বার্সেলোনা, পিএসজি আর জুভেন্টাসের সঙ্গে তাঁর নাম জড়িয়ে গুঞ্জনের মধ্যে পগবা শেষ পর্যন্ত কোন ক্লাবে যাবেন, তা তখনো পুরোপুরি নিশ্চিত ছিল না।

এরপর দিন যত গড়িয়েছে, পগবার জুভেন্টাসে ফেরার গুঞ্জন তত নিশ্চয়তা পেয়েছে। শেষ পর্যন্ত সেটিই আনুষ্ঠানিক রূপ পেল কিছুক্ষণ আগে। গতকালই অবশ্য ক্লাবের মেডিক্যাল সেন্টারে পগবার ছবি টুইট করেছে ক্লাবটি, আজ আনুষ্ঠানিকভাবে ‘পগব্যাক’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছে, ‘আনুষ্ঠানিক হলো। পগবা ফিরে এসেছে।’ ভালোবাসার টানটা তাহলে জুভেন্টাসেই অনুভব করলেন ২৯ বছর বয়সী ফরাসি মিডফিল্ডার!

ম্যান ইউনাইটেড ভক্তদের অবশ্য তাঁর প্রতি ভালোবাসা কতটুকু আছে, তা প্রশ্নসাপেক্ষ। ইউনাইটেডে দ্বিতীয় দফায়ও যে রেড ডেভিলসের ভক্তদের হতাশা উপহার দিয়ে গেলেন পগবা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন