হ্যাম রেডিও: অন্যের সঙ্গে যোগাযোগ যখন শখ
প্রাকৃতিক দুর্যোগে যখন চারপাশের সবকিছু ধ্বংস হয়ে যায়, কারিগরি ত্রুটির কারণেও যখন যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে ঠিক তখনই এগিয়ে আসে হ্যামরা, যাদের সহজে চেনার উপায় হলো শৌখিন রেডিও অপারেটর হিসেবে। এই রেডিওকে অ্যামেচার রেডিও বলা হয়ে থাকে। এই রেডিও যোগাযোগ ব্যবস্থায় একজন ব্যবহারকারী নিজেই একটি পূর্ণাঙ্গ বেতার গ্রাহক ও প্রেরকযন্ত্রের অধিকারী হয়ে ওঠেন। এর মাধ্যমে একটি নির্দিষ্ট বেতার তরঙ্গ ব্যবহার করে নিজ এলাকা, দেশ, এমনকি পৃথিবীর যেকোনও দেশে ওই ধরনের বেতারযন্ত্র ব্যবহারকারীর সঙ্গে তথ্য বিনিময় করা যায়।
আমাদের দেশেও রয়েছে অ্যামেচার রেডিও। যারা এটা পরিচালনা করে তাদেরকে হ্যাম নামে ডাকা হয়। অ্যামেচার রেডিও আসলে শখের আরেকটি নাম।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে