পাহাড়ি ঝরনায় মৃত্যু বাড়ছে কেন?
প্রকৃতির অপরূপ সৃষ্টি পাহাড়ি ঝরনা। ঈদের ছুটি কিংবা বিশেষ দিনে পাহাড়ে ঘুরতে গেলে অনেকে ঝরনার পানিতে গোসল করেন। উপভোগ করেন পাহাড়ের সৌন্দর্য। কিন্তু এখনও পাহাড়ে গড়ে ওঠেনি পর্যটকবান্ধব পরিবেশ। ফলে ঝরনার পানিতে গোসলে নেমে অসচেতনতার কারণে ঘটছে প্রাণহানি।
জানা গেছে, চট্টগ্রামের মীরসরাই উপজেলায় রয়েছে খৈয়াছড়া ঝরনা, নাপিত্তাছড়া ঝরনা, সহস্রধারা ঝরনা, মহামায়া ঝরনা, বাওয়াছড়া ঝরনা, রূপসী ঝরনা, বোয়ালিয়া ঝরনা, হরিণাকুণ্ড ঝরনা ও সোনাইছড়ি ঝরনা। এসব ঝরনার সৌন্দর্য দেখে বিমোহিত হন প্রকৃতিপ্রেমীরা। বর্ষাকালে ঝরনাগুলো পর্যটকদের পদচারণায় মুখর থাকে। তবে ঝরনাগুলোতে পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ঘটছে প্রাণহানি। বিশেষ করে বর্ষাকালে পাহাড়ি পথ পিচ্ছিল হয়ে যাওয়ায় দুর্ঘটনা বেড়ে যায়। এটি অনেকের জানা নেই। ঝরনা দেখতে গিয়ে গত কয়েক বছরে ১২ জন পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পাহাড়ি ঝর্ণা
- মৃত্যুর কারণ