১ ওভারে ৩৬, ৪ ওভারে ৮২, ইংলিশ বোলারের রেকর্ড
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১০ জুলাই ২০২২, ১৬:১৩
এবারের টি-টোয়েন্টি ভাইটালিটি ব্লাস্টে বেশ ভালোই পারফর্ম করছিলেন ম্যাথু ম্যাককিয়েরনান। বেশ ধারাবাহিক ছিলেন বল হাতে, আগের ১৪ ম্যাচে উইকেট ছিল ১৭টি। কিন্তু এক ম্যাচে এতটাই বাজে করলেন যে, ডার্বিশায়ারের এই লেগ স্পিনারের নাম উঠে গেল অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের চূড়ায়।
ম্যাককিয়েরনানের দুঃস্বপ্নের এই ম্যাচ শনিবার ভাইটালিটি ব্লাস্টের কোয়ার্টার-ফাইনালে, সমারসেটের বিপক্ষে ৪ ওভারে তিনি দেন ৮২ রান!
টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে এত রান দেননি আর কেউ।
ম্যাককিয়েরনানের সৌজন্যে বিব্রতকর রেকর্ড থেকে মুক্তি পেলেন সারমাদ আনোয়ার। পাকিস্তানের সাবেক এই পেসার ২০১১ সালে শিয়ালকোট স্ট্যালিয়ন্সের হয়ে লাহোর লায়ন্সের বিপক্ষে ৪ ওভারে দিয়েছিলেন ৮১ রান।