আবের নিরাপত্তায় ঘাটতি ছিল, স্বীকার জাপান পুলিশের
জাপানের দক্ষিণাঞ্চলীয় শহর নারায় নির্বাচনী পথসভায় বক্তৃতা দেওয়ার সময় আততায়ীর গুলিতে নিহত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের নিরাপত্তায় ঘাটতি ছিল বলে স্বীকার করে নিয়েছে দেশটির পুলিশ।
“নিরাপত্তায় যে সমস্যা ছিল, তা অস্বীকার করা যাবে না,” বলেছেন নারার পুলিশপ্রধান তোমোয়াকি ওনিজুকা।
জাপানে বন্দুক সহিংসতা বিরল হওয়ায় রাজনৈতিক কোনো কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী আততায়ীর গুলিতে মারা যাবেন, তা যেন দেশটির নাগরিকরা বিশ্বাসই করতে পারছেন না।
আবে যে নির্বাচনের প্রচার সমাবেশে গিয়ে গুলিতে নিহত হয়েছেন, রোববার পার্লামেন্টের উচ্চকক্ষের সেই নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দেশটিতে সবচেয়ে দীর্ঘসময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা আবের মৃত্যু স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ভোটে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটির পার্টির (এলডিপি) জয়ের ব্যবধান বাড়বে বলেই মনে করা হচ্ছে।