গন্ধমুক্ত হাত
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১০ জুলাই ২০২২, ১২:০৯
হাত থেকে কাঁচা মাংসের গন্ধ দূর করতে চাই বাড়তি পদক্ষেপ।
হাত থেকে বিরক্তিকর গন্ধ দূর করতে কয়েকটি সহজ উপায় সম্পর্কে জানান, রেড বিউটি স্যালনের কর্ণধার আফরোজা পারভীন।
প্রথমে হাত ভালো মতো ধুয়ে নিতে হবে এবং পরে কিছুটা হলুদ মেখে ঘষে নিতে হবে। এরপর সাবান দিয়ে হাত ধুয়ে তেল, লোশন বা যে কোনো ময়েশ্চারাইজার মেখে নিতে হবে।
হলদেভাব কমাতে ভ্যাসলিন বা তেল মেখে পাতলা কাপড় দিয়ে ভালো মতো মুছে নেওয়া যেতে পারে।
লেবু সিট্রিক অ্যাসিড সমৃদ্ধ যা দ্রুত তেল তেলে ভাব কমায়। আর এর ঘ্রাণ বাজে গন্ধ দূর করতে সহায়তা করে। তাই হাত পরিষ্কার করে লেবুর রস মেখে রাখলে ভালো ফল পাওয়া যাবে।
লেবুর রস হাত কিছুটা রুক্ষ করে ফেলে। তাই হাত ধোয়ার সঙ্গে সঙ্গেই ময়েশ্চারাইজার, তেল বা গ্লিসারিন ব্যবহার করতে হবে।
- ট্যাগ:
- লাইফ
- দুর্গন্ধ দূর করার কৌশল