You have reached your daily news limit

Please log in to continue


বয়স ধরে রাখতে তিনিও কি হিমশিম?

অভিনয়ের জগতে সৌন্দর্য বা বয়স কি সত্যিই গুরুত্বপূর্ণ? প্রশ্ন তুললেন বলিউড অভিনেত্রী নিমরত কৌর। ‘লাঞ্চবক্স’-খ্যাত এই অভিনেত্রী মনে করেন বয়স নিয়ে আলোচনা আজকের দিনে অচল।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিমরত জানান, ‘দশভি’-তে অভিনয় করার সময়ে ১৫ কেজি ওজন কমানো তাঁর কাছে একটা চ্যালেঞ্জ ছিল। তার জন্য জীবনেও অনেকখানি বদল এসেছে অভিনেত্রীর। 

গত এপ্রিলে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া কমেডি ছবি ‘দশভি’তে মুখ্যমন্ত্রীর ভূমিকায় দেখা গেছে নিমরতকে। অভিনেত্রী জানান, এই ছবির জন্য ওজন কমাতে গিয়ে পায়ের পেশিতে চোট লেগেছিল তাঁর। এ জন্য এখনো চিকিৎসা চলছে। গুরুতর জখম অবস্থায় নতুন করে জীবনের পাঠ নিয়েছেন নিমরত।

তিনি বলেন, এই যন্ত্রণা আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছে। আমি এখন আমার শরীরের প্রতি অসম্ভব যত্নশীল। তবে আমার স্বাভাবিক ফিটনেস রুটিনে ফিরে আসতে এখনও দেরি আছে।

নিমরত বিশ্বাস করেন, বয়স একটি সংখ্যা মাত্র। বললেন, বর্ষীয়ান অভিনেতারাই কিন্তু সবচেয়ে প্রাণবন্ত, উদ্যমী হন। বয়স, ওজন এ সব নিয়ে রসিকতা করা সেকেলে মনোভাবের পরিচয় দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন