You have reached your daily news limit

Please log in to continue


সুপারগার্ল আলিয়া, শুরু হলো নতুন গুঞ্জন

কখনও সুপারগার্লের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন অ্যামি জ্যাকসন’, আবার কখনও ‘সুপারওম্যান’ এর ভূমিকায় অভিনয় করছেন মেলিসা বেনোইস্ট বা নিকোল মাইন্স।

আসলে সুপারগার্লের অর্থ বলতে আমাদের মাথায় প্রতিনিয়ত ঘোরে,আমাদের যেকোনো বিপদে ঝাঁপিয়ে পড়বে কোনো অদৃশ্য শক্তি।

এবার খুব শিগগির সুপারগার্লের ভূমিকায় ধরা দিতে যাচ্ছেন আলিয়া ভাট। সম্প্রতি একটা বিজ্ঞাপন।

জনপ্রিয় অনলাইন পণ্য ও পোশাক বিপণনী সংস্থা ‘ফ্লিপকার্ট’ এর সম্প্রতি কয়েক বিজ্ঞাপন প্রচারিত হয়েছে। যেখানে আলিয়াকে দেখা যাচ্ছে একেবারে সুপারওম্যানের ভূমিকায়।  

সেখান থেকেই শুরুগুঞ্জননা। আসলে এখন ছবির প্রচারের মাধ্যম অনেকটা বদলেছে, বদলেছে ছবি নির্মাতাদের চিন্তাভাবনাও। ভারতের এখনকার বিজ্ঞাপনগুলোতে বেশিরভাগ মুখই হচ্ছেন বলিউডের জনপ্রিয় তারকারা। তাহলে এই দুইয়ের মেলবন্ধন ঘটালেই সামনে চলে আসবে আসল রহস্য।  

ছবির প্রমোশনের জন্যে এখন অনেক নায়ক-নায়িকারাই যে বিজ্ঞাপনের ‘ব্র্যান্ড আম্বাসাডার’ হচ্ছেন সেই বিজ্ঞাপনের মাধ্যমেই ছবির প্রচার সারছেন। হঠাৎ সুপারওম্যানের ভূমিকায় কেন আলিয়া ভাট?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন