এবার যাত্রীবাহী গাড়ির দাম বাড়াল টাটা

প্রথম আলো প্রকাশিত: ১০ জুলাই ২০২২, ১১:০৩

যাত্রাবাহী গাড়ির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে টাটা মোটরস। গতকাল শনিবার ভারতের গাড়ি নির্মাতা বৃহৎ এ কোম্পানি এ ঘোষণা দিয়েছে। এর আগে কোম্পানিটি বাণিজ্যিক কাজে ব্যবহৃত গাড়ির দাম বাড়িয়েছে।


কোম্পানিটি জানিয়েছে, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তা কিছুটা পুষিয়ে নিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মডেল ও ডিজাইনভেদে গড়ে গাড়ির দাম শূন্য দশমিক ৫৫ শতাংশ করে বাড়ানো হয়েছে। শনিবার থেকেই নতুন এ মূল্যবৃদ্ধি কার্যকর করা হয়।


কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এ অবস্থায় বর্ধিত খরচ পোষাতে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে উৎপাদন খরচ যেভাবে বেড়েছে, তার তুলনায় গাড়ির দাম বাড়ানো হয়েছে কম।


টাটা মোটরস এরই মধ্যে বাণিজ্যিক কাজে ব্যবহৃত তাদের সব ধরনের গাড়ির অর্থাৎ কমার্শিয়াল গাড়ির দাম চলতি মাসে দেড় থেকে আড়াই শতাংশ করে বাড়ানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও