ঈদে ঘর থাকুক ছিমছাম

সমকাল প্রকাশিত: ১০ জুলাই ২০২২, ০৮:২৯

ঈদের দিন কাজের চাপ অনেক বেশি থাকে। এদিন বাড়িতে অতিথি সমাগম ঘটে। এ কারণে আগেভাগেই ঘর সাজানোর কাজ সেরে নিতে পারেন। যেমন-


১. বসার ঘরের সোফা, চেয়ার, টেবিল ইত্যাদি ঠিকঠাক ভাবে সাজিয়ে রাখুন। সোফার পাশ বালিশের কুশন ধুয়ে পরিষ্কার করুন। পারলে পরিবর্তন করে নিন। বসার ঘরে দুয়েকটা শোপিস রাখা যেতে পারে। এতে ঘরটা দেখতে ভালো লাগবে। ফুলদানিতে ফুলও রাখতে পারেন। এতেও ঘরটা সুন্দর দেখাবে।


২. অতিথিদের অ্যাপায়নে যে প্লেট, বাসনকোসন ব্যবহার করবেন সেগুলো ধুয়ে মুছে একদম ব্যবহারের জন্য প্রস্তুত করে রাখুন।


৩. ঈদের দিন সকালে শোওয়ার ঘর বিছানার চাদরের ওপরে পরিষ্কার চাদর বিছিয়ে দিতে পারেন।


৪. ঈদে অতিথির আনাগোনা বেশি হয়। তাই ঘর ময়লাও হয় বেশি। তাই সুযোগ মতো ঘর ঝাড়ু দিয়ে দিন।


৫. এয়ারফ্রেশনার হাতের কাছেই রাখুন। সুযোগ মতো স্প্রে করে নেবেন। এতে ঘরে সুগন্ধ বিরাজ করবে।


৬. ঈদের দিনে রান্না ঘরের কাজ বেশি থাকে। বার বার অনেক প্লেট, গ্লাস বাটি ইত্যাদি ধুতে হয়। এই কাজগুলো দ্রুত করার জন্য ডিশ ওয়াশিং পাউডার বা লিকুইড প্রস্তুত করে রাখুন। এতে করে দ্রুত পাত্র মেজে ধুয়ে নেওয়া যাবে। এছাড়া রান্নাঘরে বারবার হাত মোছার জন্য পরিষ্কার কাপড় রাখতে পারেন।  


৭. ডাইনিং টেবিল চেয়ার মুছে পরিষ্কার করে রাখুন। এছাড়া ঘরের অন্যান্য ফার্নিচারও যতটা সম্ভব পরিষ্কারভাবে মুছে রাখুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও