ঈদে পোলাও-খাসি পাচ্ছেন বন্দিরা

ডেইলি বাংলাদেশ ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরাণীগঞ্জ প্রকাশিত: ১০ জুলাই ২০২২, ০৭:৩৫

সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। প্রতিবারের মতো এবারো ঈদে পোলাও আর গরু-খাসি দিয়ে আপ্যায়ন করা হবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দিদের। ঈদের দিন এসব খাবার বিতরণ করা হবে। কারাগারে থেকে ঈদ উদযাপন করেন ছয় হাজারের বেশি বন্দি। এর মধ্যে মায়ের সঙ্গে ঈদ করে ৬৯ শিশু। মুসলিম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম এ উৎসবে যে যার মতো আয়োজন করেন ভালো খাবার। কর্মস্থল ছেড়ে নাড়ির টানে বাড়ি ফেরেন সব শ্রেণির কর্মজীবী মানুষ। তবে এ সময়েও চার দেয়ালের বাইরে যাওয়ার সুযোগ নেই কারাবন্দিদের।


তাই নিয়মের মধ্যে থেকেই ঈদে তাদের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বাড়িতে রান্না করা খাবার বন্দিদের দিতে পারবেন না স্বজনরা। কারাগারেই তাদের নামাজ আদায়ের ব্যবস্থা এবং খাবারের আয়োজন করা হয়েছে। ঈদের দিন সকালে প্রত্যেক বন্দিকে দেওয়া হয়েছে সেমাই-মুড়ি। দুপুরে পোলাও, খাসি, গরু, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারি দেওয়া হবে। মুসলমান বন্দিদের গরু ও অন্যান্য ধর্মাবলম্বীদের খাসির মাংস দেওয়া হবে। এছাড়া রাতে দেওয়া হবে সাদা ভাত, ডাল ও রুই মাছ। জানা গেছে, সম্প্রতি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় কারাগারে ২৪টি ওয়ার্ডকে কোয়ারেন্টাইন ওয়ার্ড হিসাবে ব্যবহার করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও