গাবতলীতে গাড়ি আছে যাত্রী নেই
গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন প্রধান সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সাতটি ব্যক্তিগত গাড়ি। পাশেই ফুটপাতে টুল পেতে বসে আছেন চালকরা। কেউ কেউ উত্তরবঙ্গগামী কিংবা পাটুরিয়া, আবার কেউ আরিচা ঘাটের যাত্রী খুঁজছেন। বেলা গড়িয়ে দুপুর হলেও যাত্রী না পাওয়ায় চালকদের মুখে ছিল মলিন।
শনিবার (৯ জুলাই) দুপুরে গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন সড়কের ফুটপাতে জাগো নিউজের সঙ্গে কথা হয় গাড়িগুলোর চালকদের। তারা জানান, গতকাল (শুক্রবার) যাত্রী কম থাকলেও আজ একেবারে যাত্রী নেই। সকাল থেকে এ পর্যন্ত মাত্র একটা গাড়ি পাটুরিয়া ঘাটে গেছে।