খাবার টেবিল সাজাতে যেসব বিষয়ে মনোযোগ দিতে হবে

প্রথম আলো প্রকাশিত: ০৯ জুলাই ২০২২, ১৮:০২

উত্সব হোক কি ঘরোয়া দাওয়াত—বাড়িতে অতিথি এলেই খাবার টেবিলে বসবে। তাই খাবার টেবিল গুছিয়ে রাখা জরুরি। গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক তাসমিয়া জান্নাত বললেন, ‘খাবারঘরের আকার-আকৃতি এবং সেখানকার আসবাব কেমন, সেদিকে খেয়াল রেখে খাবারঘরের জন্য টেবিল বাছতে হবে।


টেবিলের ধরন অনুযায়ী রানার, ম্যাট, চামচ হোল্ডার, ন্যাপকিন বা টিস্যু হোল্ডার, লবণদানি, ফুলদানি নিতে হবে। একই সঙ্গে খাবার পরিবেশনের পাত্র কেমন হবে, সেটাও জরুরি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও