কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজনীতির একটি কালো দিন

কালের কণ্ঠ আবদুল মান্নান প্রকাশিত: ০৯ জুলাই ২০২২, ১৬:১০

দেশে দেশে রাজনীতিতে নায়ক যেমন আছে, ঠিক আবার খলনায়কের কমতি নেই। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। স্বাধীন বাংলাদেশে রাজনীতিতে প্রথম খলনায়কের আবির্ভাব ঘটে ১৯৭৫ সালে খোদ বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্বদানকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের অভ্যন্তরে যখন জাতির পিতা বঙ্গবন্ধুর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, দলের শীর্ষ নেতাদের একজন আর বঙ্গবন্ধুর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য খন্দকার মোশতাক বঙ্গবন্ধুকে ১৫ই আগস্ট সপরিবারে হত্যা করার শতাব্দীর সবচেয়ে ঘৃণ্য কাজটি করার দায়িত্বে থাকা ঘাতকদের নেতৃত্ব দেন। এই ঘাতক দলের পরিকল্পনায় যেমন ছিলেন বেশ কিছু সেনাবাহিনীর মধ্য পর্যায়ের সদস্য, ঠিক তেমনি জড়িত ছিলেন আওয়ামী লীগের কিছু মাঝারি পর্যায়ের নেতা।


আর পুরো বিষয়টা সম্পর্কে আগে থেকেই অবহিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর তৎকালীন উপপ্রধান জেনারেল (তখন ব্রিগেডিয়ার) জিয়াউর রহমান, যিনি পরবর্তীকালে বাংলাদেশের প্রধান সামরিক আইন প্রশাসক হয়েছিলেন আর বাংলাদেশের রাজনীতিকে এক অন্ধকার যুগে নিয়ে গিয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও