ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

প্রথম আলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রকাশিত: ০৯ জুলাই ২০২২, ১৪:২০

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে শুক্রবার ভোর থেকে শুরু হওয়া যানজট ক্রমেই দীর্ঘতর হচ্ছে। শনিবার সকাল পর্যন্ত সেতুর পূর্বপ্রান্ত থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।


মহাসড়কের সদর উপজেলার আশেকপুর, ঘারিন্দা, শিবপুর, রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি ও এলেঙ্গা এলাকায় ঘুরে এ চিত্র দেখা যায়।


যানজটের কারণে ঘরমুখী মানুষ বিশেষ করে নারী ও শিশুদের সমস্যা বেশি হচ্ছে। গন্তব্যে যেতে দুই থেকে তিন গুণ বেশি সময় লাগছে।


টাঙ্গাইল শহরের বাইপাস এলাকায় বগুড়াগামী বাসের যাত্রী শফিকুল ইসলাম জানান, রাত ১২টায় ঢাকা থেকে রওনা হয়ে ১০ ঘণ্টায় টাঙ্গাইল পর্যন্ত এসেছেন। ঢাকা থেকে রওনা হয়ে একটু পরপরই যানজটে পড়তে হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও