You have reached your daily news limit

Please log in to continue


তবুও ঈদে থাকছেন শাকিব খান

কিছুদিন আগেই ঢালিউডে তার ২৩ বছর পূর্ণ হয়েছে। পা রেখেছেন দুই যুগে। দীর্ঘ এই পথচলায় প্রায় দেড় যুগ ধরেই ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন। শীর্ষ নায়ক হয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। যে উচ্চতায় যাওয়ার স্বপ্ন দেখেন এ প্রজন্মের নায়কেরা।

বলছি ঢাকাই সিনেমার প্রাণভোমরা শাকিব খানের কথা। ২০০৫ সাল থেকে প্রতি ঈদেই তার সিনেমা মুক্তি পেয়েছে। ঈদ মানেই শাকিব খানের সিনেমা, এটা যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। কিন্তু ঈদের সঙ্গে শাকিবের চিরচেনা এই সম্পর্কে এবার ছন্দপতন। এবারের ঈদে আসছে না তার কোনো সিনেমা।


এ নিয়ে শাকিবের যেমন মন খারাপ, তার ভক্তদের মন আরও বেশি খারাপ। তাদের ঈদটা যেন এবার পূর্ণতা পাবে না। সেই ভক্তদের জন্য সুখবর হলো, এই ঈদেও থাকছেন শাকিব খান।

নতুন সিনেমা নয় যদিও, গেল রোজার ঈদে মুক্তি পাওয়া শাকিব অভিনীত ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ এবারের ঈদেও দেখা যাবে বিভিন্ন প্রেক্ষাগৃহে। জানা গেছে, ঈদে এই দুটি সিনেমা ২০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। তাই রোজার ঈদে যারা সিনেমাগুলো দেখার সুযোগ পাননি, কোরবানির ঈদে তারা সুযোগটা লুফে নিতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন