আবে হত্যা: বিশেষজ্ঞদের ভাবাচ্ছে হত্যাকারীর ব্যবহৃত অস্ত্র
যে জাপানে গত কয়েক দশকে হাতে গোনা মাত্র কয়েকটি বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে, সেখানে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক শিনজো আবের হত্যাকাণ্ডে স্থব্ধ বিশ্ব।
তবে তার মধ্যেই আন্তর্জাতিক অস্ত্র বিশেষজ্ঞদের ভাবাচ্ছে করেছে আবেকে হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি। সম্পূর্ণ ঘরে বানানো যে আগ্নেয়াস্ত্রটি দিয়ে হত্যা করা হয়েছে আবেকে, তার সঙ্গে প্রচলিত আধুনিক আগ্নেয়াস্ত্রের মিল খুব কম।
শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটে জাপানের নারা শহরে এক নির্বাচনী প্রচার সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় আবেকে লক্ষ্য করে গুলি করা হয়, সঙ্গে সঙ্গেই পড়ে যান তিনি। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
হামলাকারী তেতসুয়া ইয়ামাগামি (৪১) ঘাড় ও কাঁধ লক্ষ্য করে পর পর দু’টি গুলি করেছিল শিনজো আবেকে। এ সংক্রান্ত একাধিক ভিডিওফুটেজে দেখা যায়, দ্বিতীয় গুলি করার পরই হাত থেকে অদ্ভুতদর্শন আগ্নেয়াস্ত্রটি ফেলে দিয়েছিল ইয়ামাগামি। তার কয়েক মিনিটের মধ্যে নিরপত্তা বাহিনীর সদস্যদের হাতে ধরা পড়ে সে।