![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-08%252F98b82cf4-1b76-43a4-a12c-8eb3cb5d01d5%252Fae7355d6-91ad-45cd-bd21-e5b95762ea6d.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
দেশকে বদলাতে চেয়েছিলেন শিনজো আবে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একবারে কোণঠাসা হয়ে পড়েছিল শক্তিশালী জাপান। এরপর থেকে শান্তিবাদী নীতি গ্রহণ করে তারা। সংবিধানও পরিবর্তন করে সেই মোতাবেক। তবে প্রধানমন্ত্রী হিসেবে শিনজো আবে দেশকে সামরিক, অর্থনৈতিকভাবে শক্তিশালী করার চেষ্টা করেন। প্রতিবেশি চীনকে মোকাবিলায় সামরিক ব্যয় বাড়ানোর একনিষ্ঠ সমর্থক ছিলেন।
২০২০ সালে স্বাস্থ্যগত সমস্যার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী পদ ছাড়েন শিনজো আবে। তখনো তাঁর জনপ্রিয়তা তুঙ্গে থাকায় ওই সিদ্ধান্ত বিশ্ববাসীকে প্রবল ধাক্কা দিয়েছিল। দেশকে যিনি সবচেয়ে বেশি দিন নেতৃত্ব দেন, সেই তিনিই প্রাণ হারালেন আততায়ীর গুলিতে। তাঁর রক্ত ঝরল রাজপথে। বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এ হত্যাকে ‘একেবারে ক্ষমার অযোগ্য’ বলে জানিয়েছেন।